নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় হত্যা মামলায় যুবলীগ ক্যাডার জনি ও শাখওয়াত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৩, ৮ অক্টোবর ২০২৪

ফতুল্লায় হত্যা মামলায় যুবলীগ ক্যাডার জনি ও শাখওয়াত গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষনসহ হত্যার ঘটনায় এজাহারনামীয় দুই আসামি যুবলীগ ক্যাডার জনি (৩৫) ও শাখওয়াত (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লার বক্তাবলী ও দাপা ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুর ২ টার দিকে দাপা ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফতুল্লা ইউনিয়ন ছাত্র দলের দপ্তর সম্পাদক রাকিব হত্যা মামলার এজাহার নামীয় আসামী সাখাওয়াত হোসেন কে গ্রেপ্তার করে। 

এর আগে অপর একটি হত্যা মামলায় ফতুল্লার বক্তাবলী থেকে জনি নামের আরেক এজাহারনামীয় আসামী কে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,  গ্রেপ্তারকৃত শাখাওয়াতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপর আসামী জনির বিরুদ্ধেও ফতুল্লা থানায় একই অভিযোগে একটি মামলা রয়েছে।