নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় টাকা নিয়ে পালিয়েছে প্রতারক সালাউদ্দিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪২, ৮ অক্টোবর ২০২৪

ফতুল্লায় টাকা নিয়ে পালিয়েছে প্রতারক সালাউদ্দিন

জীবনের উপার্জিত অর্থ হারিয়ে হতাশায় দিন যাপন করছে ফতুল্লা পশ্চিম দেওভোগ ভূইঁয়ারবাগ এলাকার ব্যবসায়ী জহির আলী। ব্যবসার জন্য সরকার সালাউদ্দিন ও তার আরো দুই সহোদর জাহাঙ্গীর আলম ও সরকার নাঈমকে কয়েক কোটি টাকা দিয়ে পথের ফকির হওয়ার উপক্রম হয়েছে।

ব্যবসার নামে টাকা নিয়ে সব টাকা নিয়ে পালিয়েছে প্রতারক তিন ভাই। এঘটনায় ভুক্তভোগী জরি আলী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জহির আলীর অভিযোগ, আমি দীর্ঘদিন ধরে সরকার সালাউদ্দিনের সঙ্গে ব্যবসা করতাম। বিশ^াস করে তার অপর দুই ভাইয়ের উপস্থিতিতে সালাউদ্দিনকে তিন কোটি পাঁচ লক্ষ টাকা দিয়েছি।  কিন্তু সালাউদ্দিন তার দুই ভাই টাকা নেয়ার পর থেকে আমার সাথে দূরত্ব কমিয়ে দিতে শুরু করে। 

এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে আমি তার স্বজনদের কাছে ধর্ন দিতে থাকি। কেউ সালাউদ্দিন ও তার দুই ভাইয়ের কোন খোঁজ দিতে পারেনি। তবে সর্বশেষ জানতে পারি সালাউদ্দিন আমার টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। আমি কোন উপায় না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছি।