নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গণ মশাল মিছিল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৩, ২৯ অক্টোবর ২০২৪

রূপগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গণ মশাল মিছিল 

চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রূপগঞ্জে গণ মশাল মিছিল করেছে ছাত্রসমাজ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ গণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

গণ মশাল মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পদক্ষিন করে গাউছিয়া এলাকায় এসে সমাপ্ত করা হয়। 

ভুলতা স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গণ মশাল মিছিল মিছিলে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাঈমুল ইসলাম এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শিহাব, প্রান্ত, রাকিব, রাহাত, বিপ্লব, মুকবুল, রায়হান, সজিব, আকাশ, প্রতিক, ফাহিম প্রমুখ। 

এসময় তারা বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের পেতাত্মারা এখনো চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা অনতিবিলম্বে এসব কর্মকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।