নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

ফতুল্লায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৫, ১ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে মো. হাবিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে ফতুল্লার শাসনগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব ফতুল্লা মডেল থানার শাসনগাও আল আমিনের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল কাইয়ুম মিয়ার পুত্র।

পুলিশ জানায়, কিশোরীর পরিবার ও গ্রেপ্তারকৃত যুবক হাবিব এক সময় শাসনগাও এলাকায় পাশাপাশি বাড়িতে ভাড়ায় বসবাস করতো। এক মাস পূর্বে কিশোরীর পরিবার বনশ্রী মোড়ে অন্য ভাড়া বাসায়  চলে আসে।

একই বাসায় থাকাকালীন সময়ে গ্রেপ্তারকৃত হাবিব প্রায় সময় কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলো। 

প্রস্তাবে রাজি না হইলে কিশোরিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করতো। এক পর্যায়ে কিশোরীকে  ৩ মাস পূর্বে  হাবিব তার ভাড়াটিয়া রুমে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষন করে। এরপর থেকে একাধিকবার  কিশোরীকে ধর্ষন করে।

অনত্র চলে আসার পরেও কিশোরীকে গ্রেপ্তারকৃত হাবিব তার ভাড়াটিয়া বাসায় নিয়ে ধর্ষন করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।