নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০১ মে ২০২৫

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৯, ২৩ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক  

আড়াইহাজারে স্ত্রী সুলেখা (৪০) কে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী রব মিয়ার বিরুদ্ধে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সুলেখা পাশের নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে এবং ৪ জন কন্যা সন্তানের জননী। অপর দিকে ঘাতক স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বাড়ির লোকজন বুধবার সকালে নিহতের ঘরে গিয়ে দেখতে পায় যে, সুলেখার গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার স্বামী রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে আছেন।

রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানায়। এ খবর জানাজানি হলে নিহতের বাড়িতে শত শত জনতা ভিড় করে এবং পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে মরদেহের পাশে ওই অবস্থায় দেখতে পায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে, তাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।