নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ আগস্ট ২০২৫

বন্দরে বিশেষ অভিযানে গাঁজাসহ সাগর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ২৩ জুন ২০২৫

বন্দরে বিশেষ অভিযানে গাঁজাসহ সাগর গ্রেপ্তার

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৪৭০ গ্রাম গাঁজাসহ সাগর (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাগর বন্দর উপজেলার লাউসার এলাকার দেলোয়ার মিয়ার ছেলে। 

বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মো. শরীফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। 

গ্রেপ্তারকৃতকে সোমবার (২৩ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২২ জুন) রাতে বন্দর উপজেলার মদনপুরে আনোয়ার হোসেনের পরিত্যক্ত  রুমে অভিযান চালিয়ে ওই গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাগর  দীর্ঘ দিন ধরে মদনপুর বাসস্ট্যান্ডসহ এর আসে পাশের এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। 
 

সম্পর্কিত বিষয়: