নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠ কোরবানীর পশুর হাট কমিটির ঈদ পুনর্মিলনী ও সম্মানিত ক্রেতবৃন্দের পুরস্কার আর ওয়ান ফাইভ র্যাফেল ড্র অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের কাশেমপাড়া নাভানা সিটর বালুর মাঠে এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে উক্ত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং এতে প্রধান বক্তা হিসেব উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেত ইমাম হেসেন বাদল ও ফতুল্লা থানা বিএনপি নেতা কাজী মাজেদুল ইসলাম মাজেদসহ হাট কমিটির নেতৃবৃন্দস স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “নাভানা হাট কর্তৃপক্ষের এই উদ্যোগ নিঃসন্দেহে নারায়ণগঞ্জের পশুর হাট ব্যবস্থাপনায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে কোরবানির হাট যে আরও আকর্ষণীয় ও আধুনিক হতে পারে—এই আয়োজন সেটি প্রমাণ করেছে।র্যাফেল ড্রতে ৯ জনকে দিনার সেট এবং নাসিক ৯নং ওয়ার্ডের আবুল হোসেন নামে এক ক্রেতা আর ওয়ান ফাইভ মোটর সাইকেল বিজয়ী হয়েছেন। আবুল হোসেন ৮৫ হাজার টাকার বিনিময়ে একটি গরু ক্রয় করছিলেন।


































