
বন্দরে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুমা আক্তার (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রুমা বন্দর থানার কলাবাগ এলাকার মৃত আলী হোসেন মিয়ার মেয়ে ও উক্ত এলাকার কামাল মিয়ার স্ত্রী। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।
ধৃতকে উল্লেখিত মামলায় বুধবার (৩০ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বন্দর থানার কলাবাগস্থ ধৃত মাদক ব্যবসায়ী ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত নারী মাদক করবারি রুমা আক্তার দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া বাড়িতে অবাধে মাদকের কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি রুমা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।