
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাইজপাড়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় ফারজিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা নাগাদ মুমূর্ষ অবস্থায় শিশুটিকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
নিহত ফারজিয়া শেরপুর জেলা সদরের চান্দিনগর মাইজপারা গ্রামের মামুন ইসলামের মেয়ে ।
নিহত শিশুর মা লিজা আক্তার জানান, আমার শিশু মেয়ে ফারজিয়া আজ সকালের দিকে কয়েকজন বাচ্চার সাথে খেলা করছিল। সে সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুধবার দুপুরে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম বলেন, মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।