নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৪ ডিসেম্বর ২০২৫

 সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৯, ১১ আগস্ট ২০২৫

 সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ জুরান আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজার সামনে কুমিল্লা থেকে আসা একটি বাসের তল্লাশি চলাকালে পালানোর সময় তাকে ওই গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুরান আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার রামপুর চৈতিলা গ্রামের রাজুর ছেলে। 

পুলিশ জানায়, এ ঘটনায় জুরান আলীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।