
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানার পিরোজপুরে স্টার লাইন নামের যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-১১৩৫) অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের সাথে থাকা ট্রাভেলিং ব্যাগ থেকে সাত কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো- চাঁদপুর জেলার সদর থানার চরফতেজংগপুরের মৃত নুর গাজীর পুত্র মোঃ মনসুর আলী (৩৯) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার মফিজুল ইসলামের পুত্র জহিরুল ইসলাম (৩২)।
বুধবার দুপুর দুইটার দিকে তাদের কে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দুইটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ "ক"সার্কেলের উপ-পরিদর্শক ইকাবাল আহমেদ দিপু ও সহকারী উপ-পরিদর্শক মো আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানার পিরোজপুর এলাকাস্থ কনকর্ড সিটি প্রস্তাবিত আবাসিক এলাকার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর স্টার লাইন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বাসের ভিতরে থাকা দুই যাত্রী মো. মফিজুল ইসলাম ও মনসুর আলী কে গ্রেপ্তার করে। এ সময় তাদের সাথে থাকা ট্রাভেলিং ব্যাগ থেকে ওই গাজাঁ উদ্ধার করে।
এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সোনারগাঁও থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।