
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) ভবনের ছাদ থেকে পড়ে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান রিপন (৩৮)। সে ওই ভবনের ঠিকারদার ছিল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ অঅক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালপাড়ার ভেতর জেলা বার ভবনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্রেনের মাধ্যমে উপরে নির্মাণ সামগ্রী তোলার সময় রিপন ছাদে অবস্থান করছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, রিপন বার ভবনের চলমান নির্মাণকাজে দায়িত্বে ছিলেন। কাজ করার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে আছি।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মৃত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আইনজীবী সমিতি ভবনের চলমান সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পে কয়েকদিন ধরে নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার সময় রিপন ছাদে থেকে কাজের তদারকি করছিলেন। তবে ঠিক কী কারণে তিনি ভারসাম্য হারিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।