নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৪ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে আ’লীগ নেতার হামলায় জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আহত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৪, ২৪ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে আ’লীগ নেতার হামলায় জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আহত 

নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তার ভাড়াটিয়া লোকজন ৷

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে।  পরে ২৪ অক্টোবর সকালে আহত আরেক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। 

হামলার শিকার  আরিফ মিয়া বলেন,  ইটভাটায় লালমাটি সরবরাহ ব্যবসায়ী কাজে দ্বন্দ্বের জেরে আমার নিযুক্ত ট্রাক চালকদের উপর হামলা করে নগদ টাকাসহ মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা ৷

এ ঘটনার কারন জানতে চাইলে দাউদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি কবির ও তার ছেলে রাকিবসহ ভাড়াটিয়া সন্ত্রাসী আশরাফুল, ইয়াছিন, সাইদুলসহ ৭/৮ জন অজ্ঞাতরা আমার উপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে । আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।  এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।

এদিকে অভিযুক্ত কবিরের সাথে যোগাযোগ করলে হামলা প্রসঙ্গে তিনি বলেন, আমি কিছুই জানিনা,তবে গতরাতে মাটির ব্যবসা নিয়ে রাকিবদের সাথে ঝামেলা হইছে শুনছি। 
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনা  তদন্ত চলছে।