সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান গেইট ভেঙে প্রবেশ করে শিক্ষক-কর্মচারীদের হেনস্তা ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, এখানে যারা শিক্ষক—তারা সমাজ গঠনের কারিগর। তাদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূইয়া বলেন,“শিক্ষকদের মর্যাদা রক্ষায় আমরা কোন আপস করব না। যেভাবে বিদ্যালয়ের গেইট ভেঙে প্রবেশ করে আমাদের শিক্ষকদের অপমান করা হয়েছে, তা আইনের মাধ্যমে প্রতিকার করা হবে।
বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের চেষ্টাকারীদের আমরা চিহ্নিত করেছি এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “এই বিদ্যালয় বহু বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। সম্প্রতি বিদ্যালয়ের কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শিক্ষকরা এখন ভীতসন্ত্রস্ত। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।”
ভুক্তভোগী শিক্ষক মোঃ আব্দুল বাতেন আবেগভরে বলেন,“শিক্ষক হিসেবে এমন অপমান আমি জীবনে পাইনি। বিদ্যালয়ের ভেতরে আমাদের গেইট ভেঙে প্রবেশ করে হেনস্তা করা হয়েছে—এটা শিক্ষাঙ্গনে ভয়াবহ উদাহরণ। আমি ন্যায়বিচার চাই।”
শিক্ষার্থীরা হাতে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে স্লোগান দেন,“শিক্ষকদের সম্মান চাই, অপমানের বিচার চাই”,“বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা কর, অপরাধীদের শাস্তি দাও।”
মানববন্ধনের শেষে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।


































