দেশব্যাপী চলমান আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাইনবোর্ড এলাকায় মহানগরীর নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সহস্রাধিক নেতাকর্মী মিছিলটিতে অংশ নেন। প্রতিবাদকারীরা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মিছিল শেষে সমাবেশে সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, “গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের মদদে সারাদেশে যে আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দেশের সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলার এই রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। দেশের জনগণ সন্ত্রাসী আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয় পার্টির কোন কার্যক্রম দেখতে চায়না।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা খুনি হাসিনার বিচার চাই, ‘সন্ত্রাস-নাশকতা বন্ধ করো’, ‘মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবেনা’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। এসময় সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, পশ্চিম থানা আমীর মাহাবুব আলমের উপস্থিতিতে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত গণভোট ও দেশে জনগণের ভোটাধিকার এবং স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।


































