নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫

বন্দরে মাদক সেবীদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জন জখম 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৫

বন্দরে মাদক সেবীদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জন জখম 

বন্দরে মাদক সেবীদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জন জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা আহতের কাছ থেকে এক জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। আহতরা হলো রুবি বেগম (৪২) তার স্বামী নূর ইসলাম (৪৬) ও দুই মেয়ে নূর নাহার (২০) ও লাবনী (১৮)।

স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় আহত গৃহবধূ রুবি বেগম বাদী ঘটনার ওই দিন দুপুরে মাদকসেবী মামুন ও খোকনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করা হয়। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে,  বিবাদী মামুন ও খোকন মাদকসেবী। উক্ত বিবাদীগন আমাদের এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বাদিনী ও বিবাদীগন একই বাসায় বসবাস করি। শুক্রবার বেলা ১১টায়  বিবাদীগনের সাথে তুচ্ছ বিষয় বাদিনী ঘরে অনাধিকার প্রবেশ করে  বাদিনী বড় মেয়ে নুর নাহার (২০)কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

ওই বাদিনী মেয়ে বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে  উক্ত বিবাদী বাদিনী  মেয়েকে মারধর করে নীলাফুলা জখম করে। তাকে বাঁচাতে  বাদিনী  ছোট মেয়ে লাবনি (১৮) ও বাদিনী স্বামী নূর ইসলাম এগিয়ে আসলে ওই সময় বিবাদী মামুন ও খোকন তাদরেকও  এলোপাথারী কিলঘুশি মেরে নীলাফুলা জখম করে ৮ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয় ।  

বিবাদীগন বাদিনী জামা-কাপড় ছিড়ে শ্লীতাহানী করে ও মুখমন্ডলে রক্ত জখম করে পালিয়ে যায়।