নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ ডিসেম্বর ২০২৫

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫১, ২৯ ডিসেম্বর ২০২৫

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

ধৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের  একরামপুর এলাকার মৃত হাসান আলী ছেলে শাকিল (৩৫) ও একই থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মিজান মিয়ার ছেলে রিয়ান (২৫)।

ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক রাজা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩০(১২)২৫।

ধৃতদের সোমবার (২৯ ডিসেম্বর)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর)  রাতে বন্দর থানার একরামপুর পৌরসভাস্থ জৈনক আক্তার হোসেনের টি স্টোলের সামনে অভিযান চালিয়ে  উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী শাকিল ও রিয়ান দীর্ঘ দিন ধরে একরামপুর ও মাহামুদনগর এলাকায়  ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল।   
 

সম্পর্কিত বিষয়: