র্যাব-১১’র মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩৬) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিরাজ হোসেন মুন্না (২২), মাঈন উদ্দিন (২৭) ও রাকিব (২০)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় বলে জানিয়েছে র্যাব ।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তারা একটি সংগঠিত চক্রের মাধ্যমে নিয়মিত মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
নারায়ণগঞ্জে র্যাব-১১’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


































