নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১০, ১৬ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের ফত্ল্লুায় তিনটি চোরাই মোটরসাইকেল ও মোটর সাইকেল চোর চক্রের মূল হোতা আতাউর সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক মোটরসাইকেল মালিক ৬ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা করেছে।

গ্রেপ্তার কৃতরা হলো- চক্রের মূল হোতা আতাউর রহমান (৩৫), আশরাফুল খান ওরফে নিলয় (২৭), সুমন (৪৫) ও শ্রাবন (২৮)। 

মামলায় উল্লেখ করা হয়েছে, ১২ জানুয়ারী রাতে ফতুল্লার গিরিধারা এলাকায় বিসমিল্লাহ টুইন টাওয়ারের আন্ডার গ্রাউন্ড থেকে বাদীসহ তিন জনের ৩টি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, চোর চক্রের  মূল হোতা আতাউর সহ ৪জনকে চুরি হওয়া মোটর সাইকেল সহ গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।