নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬

র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫০, ১৯ জানুয়ারি ২০২৬

র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

র‌্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (১৯ জুন) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক।

এর আগে গতকাল রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা থানার নলখোলা এলাকা থেকে মো. বেল্লাল খান তুহিন (৩৮) কে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮) ঢাকার বায়তুল মোকাররমে স্বর্ণ বিক্রি শেষে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন।

বিকেল ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে নিয়ে যায়।

পরে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, একটি আইফোন-১৬, দুটি মোবাইল ফোন ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।