নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩৭, ১০ জুলাই ২০২১

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে আবু সিদ্দিক (৪১) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু সিদ্দিক ওই গ্রামের সমির উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, নিহত আবু সিদ্দিক একা একা ঘরের টিনের বেড়া কাঁেধ করে নিয়ে আনার সময় টিনের বেড়া বিদ্যুতের তাড়ের সাথে লেগে টিনের বেড়া বিদ্যুতায়িত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।


আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ  না থাকায় লাশ স্বজনদের  দিয়ে দেওয়া হয়েছে।