নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে সিমেন্ট কারখানায় অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪০, ১২ এপ্রিল ২০২৪

সিদ্ধিরগঞ্জে সিমেন্ট কারখানায় অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সিমেন্ট কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদমজী শিমুল পাড়া এলাকায় ইস্টার্ন সিমেন্ট লিমিটেডের সাতঘোড়া সিমেন্ট কারখানার দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে আগুনের লেলিহান শিখা দেখতে পায় শ্রমিকরা।

পরে আদমজী ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষনিক দুটি ইউনিট এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকান্ডে  কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানাটির মেকানিক্যাল অফিসার নূর মোহাম্মদ জানান,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজ ও এসি বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে। 

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি।