ফেনীর বন্যা দূর্গতদের সাহায্যার্থে খাদ্য সহায়তার জন্য প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ বন্দরে ২০নং ওয়ার্ডের মাহমুদনগর যুব সমাজ। গত বুধবার সকাল থেকেই তারা মাহমুদনগর কবরস্থান সংলগ্ন মক্তবের হলরুমে খাদ্য সামগ্রী প্যাকেজিং কাজ শুরু করেন।
পরবতীতে গভীর রাতে তারা ফেনীর উদ্দেশ্য রওনা হয়ে গত বৃহস্পতিবার সকালে অসহায়দের হাতে ওই সকল ত্রাণ সামগ্রী তুলে দেয়। প্রায় ৪শতাধিক পরিবারের মাঝে চিড়া, মুড়ি, মিঠাই, খাবার স্যালাইন, ঠান্ডার ওষুধ, মিনারেল ওয়াটারসহ আরো অন্যান্য খাদ্য সম্বলিত প্যাকেট তুলে দেওয়া হয় ।
মাহমুদনগর যুব সমাজের মুখপাত্র রিদোয়ান আহমেদ শুভ'র নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে সাথে ছিলেন যুব সমাজের সদস্য মোঃ আলিম, ইফাত ইসলাম নয়ন, বিজয়, জিহাদ, আলিম, ইয়াসিন, আজিম, রিহন, সানি, শুভ, আতিক, আনোয়ার, সাজিদ, শিমুল, রাফি, ইয়াসিন হাসান প্রমুখ।


































