নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৬ ডিসেম্বর ২০২৩

শামীম ওসমানকে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২১, ২৬ নভেম্বর ২০২২

শামীম ওসমানকে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা

বঙ্গবন্ধু সৈনিক লীগকে সহযোগী সংগঠন হিসাবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  একেএম শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী।


শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


এছাড়াও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু  হাসনাত মো.শহিদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।


এসময়ে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী এম শওকত আলী, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মিছির আলী প্রমুখ।