নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

বিএনপি নেতা রুহুল আমিনের বাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি নেতা রুহুল আমিনের বাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারের বাড়ি ও দোকানপাটে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ফতুল্লা রেল স্টেশন দাপা ইদ্রাকপুর এলাকার বাড়িতে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভের নেতৃত্ব ২০থেকে ২৫জন এ হামলা চালিয়েছে বলে জানায় রুহুল আমিন শিকদার।

তিনি বলেন, আমি তখন বাড়িতে ছিলাম। হঠাৎ করে তারা আমার বাড়ির ওষুধের দোকানে হামলা ভাঙচুর ও চালায়। এসময়ে তারা বাড়ির সকল জানালার গ্লাস গুলো ভেঙ্গে ফেলে এবং ওষুধের দোকানেও ব্যাপক ভাংচুর চালায়।

তিনি আরও বলেন, বাসায় থাকা আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছে। হামলাকারীরা আমার পরিবারের সদস্যদেরকে হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলেন।

তবে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভর দাবি, রুহুল আমিন শিকদারের বাড়িতে বিএনপির নেতাকর্মীদের নিয়ে নাশকতা করার গোপন বৈঠক চলছিল। তারা জানতে পেরেই ওই বাড়িতে হামলা চালায়। এসময় রুহুল আমিনসহ নাশকতার পরিকল্পনাকারীরা পালিয়ে যায়।