নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ মে ২০২৪

বহিষ্কৃত নেতারা বিএনপির কেউ না : টিপু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৬, ১৭ মার্চ ২০২৪

বহিষ্কৃত নেতারা বিএনপির কেউ না : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা গত সাত জানুয়ারি নির্বাচন বর্জন করেছে। ঠিক একই ভাবে আমরা উপজেলা নির্বাচনও বর্জন করবো।

দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা দলের বাইরে গিয়ে কোনো প্রার্থীকে সমর্থন করবো না। আর বহিষ্কৃত নেতারা বিএনপির কেউ না। তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা যদি দলের নাম ভাঙিয়ে আপনাদের কাছে ভোট চায় তাহলে আপনারা তাদের মুখে থুতু ও ধিক্কার দিবেন। 

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বন্দর উপজেলা বিএনপির আওতাধীন মুছাপুর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেন ।

রবিবার (১৭ মার্চ) বাদ আছর বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, এই সরকার সর্বশেষ একটি ডামি নির্বাচনের মাধ্যমে মাত্র ৫% ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের জনগণকে আহবান করেছিলেন যেন তারা ভোট কেন্দ্রে না যান এবং বয়কট করার জন্য।

ওনার ডাকে এদেশের ৯৫% জনগণ ভোট কেন্দ্রে যায়নি।আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে লুটপাট ও দুর্নীতি করে দেশকে দুর্ভিক্ষে মধ্যে ঠেলে দিয়েছে।

আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান ঈদের পরে এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন সংগ্রামের ডাক দিবেন।  সেই আন্দোলনের জন্য সকলে প্রস্তুত থাকবেন।

মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ফারুক হোসেন, হুমায়ূন কবির, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহি উদ্দিন শিশির।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহিন শাহ্ মিঠু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোহসিন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম।