১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চাষাড়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জাহিদ হাসান রোজেল বলেন, ১৯৭১ সালের পর ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের বৈষম্যহীন দেশ গড়ার আহবান এবং জাতীয় ঐক্যের শ্লোগান জাতিকে ইতোমধ্যে উদ্দীপ্ত করে তুলেছে। ফলে এবারের বিজয় দিবস উদযাপন হয়ে ওঠে দেশ গড়ার প্রত্যয়ে উৎসাহ-উদ্দীপনার বিজয় দিবস। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সামাজিক মুল্যবোধের বাংলাদেশ গড়ার বিজয় দিবস।
জাহিদ হাসান রোজেল আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথে এবারের মহান বিজয় দিবস উদযাপন করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের বিজয় আমাদের স্বাধীনতাকেও পূর্ণতা দিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।


































