নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ জুলাই ২০২৫

বিএনপি ধরেনা, ধরলে কিন্তু ছাড়েনা : রহিম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৬, ২৪ জুলাই ২০২৫

বিএনপি ধরেনা, ধরলে কিন্তু ছাড়েনা : রহিম

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বলেছেন, মিডফোর্টের একটি সাধারণ ঘটনা যে ঘটনায় পুলিশসহ অন্যান্য সংস্থার লোকেরা রিপোর্ট দিয়েছে ‘এটা একটি ভাঙারি চুরি সংক্রান্ত ঘটনা’।

কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে অন্ধকারের সংগঠন, গুপ্ত সংগঠন, লুকায়িত সংগঠন, রাজাকার সংগঠন, ইসলাম বিরোধী সংগঠন এবং কতিপয় একটি সংগঠন যাদের সাথে আমরা হাসিনা বিরোধী আন্দোলন করেছি সেই শিশু সংগঠন, যে সংগঠনকে আমি ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে মনে করি না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে শহরের ২নং রেলগেটস্থ মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, ওই সংগঠনের নেতাকর্মীরা আমাদের হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন জাতীয়তাবাদী শক্তির আশা ভরসার স্থল তারুণ্যে অহংকার তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছে। আমরা আজকের সমাবেশের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এ কটূক্তি বন্ধ করুন। এ কটূক্তি বন্ধ না করলে আপনাদেরকে থাকয়ে দেয়ার জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দলই যথেষ্ট।

তিনি আরও বলেন, বলেন, আপনারা জানেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ ক্রান্তিকাল আর কিছু না, এ ক্রান্তিকাল হলো বিএনপির অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া, বিএনপির ক্ষমতা গ্রহণকে থামিয়ে দেয়া। আমি বলতে চাই, এসব ষড়যন্ত্র মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলই যথেষ্ট। বিএনপি কিন্তু সহজে ধরে না। কিন্তু ধরলে ছাড়ে না।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান বলেন, সারাদেশের মানুষ নির্বাচন চায়। সুতরাং দ্রুত নির্বাচন দিন। নির্বাচন নিয়ে তালবাহানা বন্ধ করুন।  দেশে আজ নির্বাচিত সরকার না থাকায় ওই ফ্যাসিস্টরা একের পর এক ষড়যন্ত্র করছে।

দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু অনুধাবন করলেই তার প্রমাণ পাওয়া যায়। তাই আমি আর বিলম্ব না করে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, যারা আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন আপনারা ভুলে যাবেন না ওই ফ্যাসিস্টরা দীর্ঘ ষোল বছরে আমাদের ওপর স্টীম রোলার চালিয়েও আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। সুতরাং বিএনপিকে দুর্বলভাবে আর বোকার স্বর্গে বাস করা এক সমান। আপনাদের এখনও সময় আছে এসব কটূক্তি বন্ধ করুন। দয়া করে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। কারণ, আমরা কঠোর হলে নিজেদের অস্তিত্ব খুঁজে পাবেন না।

সভাপতির বক্তব্যে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন বলেন, আমার প্রাণপ্রিয় আমার অহংকার জাকির খানকে নিয়েও কটূক্তি ও ষড়যন্ত্র চলছে। আপনারা মনে রাখবেন, জাকির খান কিন্তু জনতার কাতার থেকে উঠে আসা একজন জনপ্রিয় জননেতা। এ নেতাকে নিয়ে কোন অপবাদ ও অপপ্রচার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ বসে থাকবে না। আপনাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

এর আগে মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা মৎস্যজীবী দল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ, ওমর ফারুক পাটুয়ারি, প্রিন্সিপাল সেলিম মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: শাহ্ আলম, সদস্য সচিব কেএম সোহেল রানা, মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ইমরান, সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিংরাজ খানসহ বন্দর উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।