ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকায় যুবদল নেতা নিহত ইব্রাহিমের বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তিনি পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন।
শুক্রবার আসরের নামাজ শেষে মসজিদে ইব্রাহিম এর জন্য মিলাদ ও দোয়া শেষে তাঁর বাসায় যান তিনিসহ নেতৃবৃন্দ।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার মহা-সমাবেশে হিব্রাহিম পুলিশের ব্যাপক নির্যাতনের শিকার হন। এরপর দীর্ঘদিন চিকিৎসা গ্রহনের একপর্যায়ে গত ৩ সেপ্টম্বর মারা যান।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন ইব্রাহিম গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইব্রাহিমের পরিবারের পাশে রয়েছেন। আমরাও তার পরিবারের সুবিধা ও অসুবিধায় পাশে থাকবো।
এরআগে ইব্রাহিমের বাড়ির পাশ্ববর্তী মসজিদে মিলাদে অংশগ্রহণ করেন অধ্যাপক মামুন মাহমুদসহ ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।


































