নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় মহানগর বিএনপি ও যুবদলের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৯, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় মহানগর বিএনপি ও যুবদলের অংশগ্রহণ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

‎‎বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অবস্থান নেন। বিকেল তিনটার দিকে তারা মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন।

‎‎জানাজা শেষে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

‎‎এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়।

‎‎এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও যুবদলের নেতারা মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।