
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার দলেরই লোকজন অনেক বড় ও বাজে কথা বলে ফেলে। প্রতিহিংসা পরায়ন হয়ে রাজনৈতিকভাবে শহরে যেসব কথা বলা হয়, সেই সব কথার উত্তর দেওয়ার মতো আমার কর্মী, নারায়ণগঞ্জবাসী সবই আছে। আমি চুড়ান্ত ধৈর্য্যরে পরীক্ষা দিচ্ছি।
সোমবার (১৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা পরবর্তী সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এতো বড় কথা বলবেন না, যে কথা আপনাদের ধস নামাবে। আমরা সকলেই নমিনেশন চাইতে পারি। আমরা যারা দল করি। দল করার উদ্দেশ্য থাকে। যারা দল করেন, তাদের অনেকেরই নমিনেশন চাওয়ার অধিকার আছে। কিন্তু বেফাঁস কথা বলে নারায়ণগঞ্জের মাটিকে উত্তপ্ত করার চেষ্টা করবেন না। নারায়ণগঞ্জকে জঙ্গী এলাকা বানানোর চেষ্টা করবেন না। কারণ হিন্দু সম্পত্তি দখল, হিন্দু-মুসলিম লাগায় দেওয়ার চেষ্টা কইরেন না। কিছুদিন পর পর নাটক সাজানো বাদ দেন। মানুষের কাতারে যান। মানুষ যদি ভোট দেয় নমিনেশন নিয়ে আসেন। নমিনেশন দিলে নির্বাচন করবেন। আমারে দিলে আমি নির্বাচন করব। আপনারে দিলে আপনি করবেন। কিন্তু নাটক সাজায় মিথ্যা বলবেন না, এসব বাদ দেন।
মেয়র আইভী নির্বাচনের নমিনেশন প্রসঙ্গে বলেন, আমি তো নৌকার মানুষ। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আমি নমিনেশন চাইবো। নেত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকা নিয়েই নির্বাচনে অংশ নেবো। শেখ হাসিনা আমার নেত্রী। আমরা সরকারের অংশ। সরকার সহযোগিতা না করলে সিটি করপোরেশন কাজ করে কিভাবে? কিন্তু বার বার আমাকে জামাত-বিএনপি বলে। বলুক আমার কোন আপত্তি নাই। এই শহরের মানুষ জানে আমি কি? আমি মানুষের কল্যাণে কাজ করি। বিভিন্ন সময় আমি রং পাল্টাই না, রং পাল্টানো আমার স্বভাব না। আমার রং কালো, আমি কালো মানুষ, কালোই থাকব। আপনাদের পাশেই থাকব। নীতি আদর্শের বাহিরে গিয়ে আমি কোন কাজ করবো না। যতক্ষণ বেঁচে থাকব, সন্ত্রাসের বিপক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করব।
সিটি করপোরেশনের উন্নয়ণে বাঁধা-বিপত্তির প্রসঙ্গে মেয়র বলেন, সিটি করপোশেনের চারিদিকে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তোলারাম কলেজের সামনে থেকে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত সড়ক করে দিয়েছি। সড়কের পাশে বনায়ন করে পার্ক করে দিবো ভেবেছি। কিন্তু কে বা কারা এখানে লিজ নিয়ে ব্যবসা করছে। শহরকে সুন্দর করতে হলে শহরবাসীর পাশাপাশি প্রশাসনের সহযোগিতা দরকার। আমরা অনুরোধ করব যদি জেলা পরিষদ লিজ দিয়ে থাকে, তাহলে লিজগুলো যেন বাতিল করে দেওয়া হয়। চাইলে জেলা পরিষদ নিজেও এই জায়গাকে সুন্দর করে তুলতে পারে।
আরও পড়ুন :নাসিকের ৬৮৮ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা করলেন আইভী
এবারের অর্থবছরে রাজস্ব ও উন্নয়নসহ ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র আফরোজা বিভাসহ নাসিকের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।