নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ মে ২০২৫

চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩০, ৩ মে ২০২২

চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (৩ মে) যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পবিত্র  ঈদুল ফিতর পালিত হবে। 

 

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদুল ফিতরের ঘোষণা দেওয়া হয়। 

 

আগামী মঙ্গলবার (৩ মে) থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। এ প্রেক্ষিতে আগামী মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

 

শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী বলেন, একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই খুশি ও আনন্দ। আসুন, আমরা সবাই মিলে ঈদুল-ফিতরের আনন্দ  উপভোগ ও  ভাগাভাগি করি।

সম্পর্কিত বিষয়: