নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ এপ্রিল ২০২৪

নিতাইগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন মহাযজ্ঞ শুরু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩২, ১৭ জানুয়ারি ২০২৪

নিতাইগঞ্জে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন মহাযজ্ঞ শুরু

শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির ও ভক্তদের উদ্যোগে বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় ৬৪ প্রহর (৮ দিন) ব্যাপী রামযজ্ঞের অধিবাসের মধ্যদিয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ শুরু করা হয়েছে। 

বুধবার ( ১৭ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের নিতাইগঞ্জ জমিদার কাচারি গলি শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির নাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা ও সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য এর সার্বিক তত্ত্বাবধানে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র -১ আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহ মন্দিরের ভক্তবৃন্দ।
জানাগেছে, ১৮ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি ৮দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিচালনায় নিতাইগঞ্জ শ্রী গোপাল জিউর সম্প্রদায়। 

এছাড়াও মধুর হরিরাম পরিবেশনায়, নেত্রকোনার ব্রজের কানাই সম্প্রদায়, বরিশালের গৌর ভক্ত সম্প্রদায়, সাতক্ষীরার ভক্ত জয়দেব সম্প্রদায়, বরিশালের গৌর গোপাল সম্প্রদায়, সাতক্ষীরার ভক্ত জয়দেব সম্প্রদায়, খুলনার মদন গোপাল সম্প্রদায়। 

২৬ জানুয়ারি শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন এবং ২৭ জানুয়ারি দ্বি- প্রহরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরতি অন্তে-  মহাপ্রসাদ বিতরন এবং ২৮ জানুয়ারি রামায়ন গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হবে।
 

সম্পর্কিত বিষয়: