নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ইসলামিক সোসাইটির সিরাতুন্নবী (সঃ) উদযাপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২৮, ২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ইসলামিক সোসাইটির সিরাতুন্নবী (সঃ) উদযাপন

দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) আর্দশ বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়। শনিবার (২নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর আদর্শ স্কুল মিলনায়তনে নারায়ণগঞ্জে ইসলামিক সোসাইটির সিরাতুন্নবী (সঃ) উদযাপন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  প্রফেসর ডক্টর মুহাম্মদ সামছুল আলম।

তিনি আরো বলেন আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার যে ,আমরা সীরাত করবো নাকি মিলাদুন্নবী করবো। আমাদের সেই পূর্ব কালের ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে চলবে না। আমরা কোরআন শিখবো। দ্বীনি শিক্ষা ছাড়া আমাদের ইসলাম কায়েম সম্ভব না।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ছিলেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. আ ন ম রফিকুর রহমান মাদানী তিনি বলেন (ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক) পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।

তিনি আরো বলেন কুরআনের প্রথম আয়াত পড়ার জন্য বলেছেন নামাজ যেমন ফরজ তেমনি জ্ঞান অর্জন করাও ফরজ ইসলামী আন্দোলনে কাজ করা গুরুত্বপূর্ণ  ফরজ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে  কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মঈনুদ্দিন আহমদ, কাশিপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাইউম  মাদ্রাসা, ইসলামিক সোসাইটি অব বাংলাদেশ  এর প্রিন্সিপাল প্রফেসর ড. মাওলানা ইকবাল হোসাইন ভূঁইয়া , মাওলানা সাইফুদ্দিন মনির, সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওয়াহাব, দেওভোগ মাদ্রাসা মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু তাহের, আমলা পাড়ার মুহতামিম মাওলানা আবদুল কাদির প্রমূখ। 

অনুষ্ঠানে ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এইচ এম নাসির উদ্দিন, মাওলানা ওমর ফারুক সহ অন্যন্য আলেম ওলামাগন। 

সম্পর্কিত বিষয়: