নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত, ফিলিস্তিনিদের জন্য দোয়া

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৪৩, ১১ এপ্রিল ২০২৪

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত, ফিলিস্তিনিদের জন্য দোয়া

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধ লক্ষাধিক মুসল্লির অংশ গ্রহনে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে শুরু করে। এতে ঈদগাহ পূর্ণ হয়ে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সংযোগ সড়কের দুইপাশ এবং ভেতরের এলাকাগুলোর গলিতেও পূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। নামাজের সারি চলে আসে কলেজ রোড পর্যন্ত।  

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায়।

ঈদ জামাত শেষে মুসল্লিরা চোখের জলে মহান আল্লাহর কাছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য ও দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে, ঈদ জামাতকে কেন্দ্র করে নামাজের আগে থেকে সেখানে মুসল্লিদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

এছাড়াও ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয় ঈদগাহের পাশে।  
 

সম্পর্কিত বিষয়: