নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫

শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করলেন সাখাওয়াত-টিপু 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৫, ১ অক্টোবর ২০২৫

শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করলেন সাখাওয়াত-টিপু 

শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মাসদাইর মহাশ্মশান মহামায়া সেবাশ্রমের উদ্যোগে বস্ত্র বিতরণ করেছেন  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু । 

বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের মাসদাইর মহাশ্মশান পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনেকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দকে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 

এসময় তাঁরা প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন।

মাসদাইর মহাশ্মশান মহামায়া সেবাশ্রম উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি এবং লুঙ্গি তাদের মাঝে বিতরণ করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহাসহ বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।