
নারায়ণগঞ্জ শহরের তামাকপট্টি এলাকায় বিদ্যুৎস্পর্শে অপু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে কুমুদিনী এলাকার রণদা প্রসাদ বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন শহীদ বাপ্পি সরণির পাশে এ ঘটনা ঘটে। নিহত অপু ওই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং রানু বেগমের একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে অপু বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপু বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’