
নারায়ণগঞ্জ শহরের প্রধান খেয়াঘাটে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সদর নৌ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসময় মরদেহটি পুরোপুরি বিবস্ত্র অবস্থায় ছিল। সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ১৯ বছর হবে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। তবে মাদক সেবনের বেশ কিছু চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক।