আজ বিটিভিতে প্রচারিত হবে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান রঙিন পৃথিবী। শনিবার দুপুর ১২;২০ মিনিটে।
মেহজাবিন মৌশি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার একজন প্রতিভাবান ও অনুপ্রেরণাদায়ক কনটেন্ট ক্রিয়েটর। মাত্র ১০ বছর বয়সে, তিনি ইতোমধ্যে নিজেকে একজন আত্মপ্রত্যয়ী ও উৎসাহী ইংরেজি শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মেহজাবিন ১৪ জানুয়ারি ২০১২ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি স্থানীয় একটি বাংলা মাধ্যম বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে অধ্যয়ন করছেন। ছোটবেলা থেকেই তার ইংরেজি ভাষার প্রতি অদম্য আগ্রহ লক্ষ্য করা যায়। স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে ইংরেজি শেখার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন।
মেহজাবিনের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি তার ইংরেজি শেখার যাত্রা ও অভিজ্ঞতা ভাগ করে নেন। তার ভিডিওগুলোতে ইংরেজি কথোপকথন, শব্দভান্ডার শেখা, উচ্চারণ অনুশীলন এবং আত্মউন্নয়নের নানা দিক উঠে আসে। তার সহজ, আন্তরিক এবং প্রাণবন্ত উপস্থাপনায় অনেক ছোট ও বড় শিক্ষার্থীর অনুপ্রেরণা জাগে।
এছাড়াও, তিনি ফেসবুক প্ল্যাটফর্মেও সক্রিয়, যেখানে তিনি ইংরেজি শিক্ষা এবং মোটিভেশনাল পোস্ট শেয়ার করেন।
তিনি নিজেই বলেন, “নিজেকে ভালোবাসো, প্রতিটি ছোট প্রাণ থেকে প্রতিটি মুহূর্তে শেখার চেষ্টা করো।”
মেহজাবিনের লক্ষ্য নিজেকে একজন দক্ষ মস্তিষ্কবিজ্ঞানী হিসেবে দেখতে চায়। তার প্রচেষ্টা দেখিয়ে দেয়, শেখার জন্য বয়স বা ব্যয়বহুল কোচিংয়ের দরকার নেই – দরকার কেবল ইচ্ছাশক্তি, উৎসাহ ও প্রযুক্তির সঠিক ব্যবহার।
তার গল্প আমাদের শেখায় – একজন শিশুও নিজের প্রচেষ্টায় কতদূর যেতে পারে এবং কিভাবে সে অন্যদের অনুপ্রাণিত করতে পারে।
ইতিমধ্যে মস্তিষ্ক বিজ্ঞান এর কোর্স করছেন সম্পূর্ণ বিনামুল্যে। তাকে এনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, " ইচ্ছে থাকলে, ঘরে থাকা ইন্টারনেট বিশ্বকোষের মাধ্যমে সব কিছু জানা সম্ভব"।
তিনি "Inkitt" নামক একটি platform এ তার "Laila's Magical Life Story" নামক একটি বই প্রকাশ আছে। সেখানে তিনি তার জীবনের বাধা বিপত্তি অতিক্রম করে কিভাবে ইংরেজি শিখলো সে কথা বলা আছে। তার একটি রচনা প্রতিদিনের বাংলাদেশ নামক একটি পত্রিকায় ছাপা হয়েছে।
পাশাপাশি তিনি বিটিভিতে কবিতা আবৃত্তি ও উপস্থাপনা করছেন। ঈদ আনন্দ, রঙিন পৃথিবী, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে বিশেষ শিশুদের অনুষ্ঠান এ উপস্থাপনা ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান এ দলীয় আবৃত্তিতে অংশ নিয়েছেন। এছাড়াও তিনি শিল্পকলা মঞ্চ এবং মঞ্চে উপস্থাপনা ও আবৃত্তি করেছেন।
তিনি অমর একুশে উপলক্ষে কিড্স জোনে প্রথম পুরস্কার এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি নিউইয়র্কের nrbnews24.com আয়োজিত "আমরা শিশুদের সঙ্গী" অনুষ্ঠানে ও কন্ঠসাধনের ভার্চুয়াল মঞ্চে কয়েক পর্বে অংশগ্রহণ করেছেন।


































