নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৯ আগস্ট ২০২৫

১১ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৬, ৮ আগস্ট ২০২৫

১১ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করতে ওয়ার্ড ভিত্তিক সমাবেশ ও গণসংযোগের ধারাবাহিকতায় নাসিক ১১ নং ওয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে পোলস্টার ক্লাব মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের ১১ নং ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, বাগে জান্নাত মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুর রহীম, খেলাফত মজলিসের সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, খন্দকার মুহাম্মাদ ইউনুস, ১২ নং ওয়ার্ড পূর্ব সভাপতি আক্তারুজ্জামান খান রেজু, পোলস্টার ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল, ১১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি নাঈম হোসাইন মিশেল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, মনির হোসাইন, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি মুহাম্মদ আনাস, সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, প্রমুখ।