
আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার থানাপুকুরপাড় থেকে শুরু করে নয়ামাটি, মিনা বাজার, ডাইলপট্টি, নিতাইগঞ্জ, নগরভবন এলাকা সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণসংযোগ মণ্ডলপাড়া ব্রিজে এসে শেষ হয়।
এতে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের সাথে সদর ও ফতুল্লা থানা খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালীন এবিএম সিরাজুল মামুন এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সদর থানা শাখার সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সিদ্দিকী, ফতুল্লা শাখার সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ১১ নং ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুল, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শাহনেওয়াজ, খেলাফত মজলিসের জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস শিকদার, ১৬ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বজলুর রহমান, ১৫ নং ওয়ার্ড সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক হাসান রানা, ফতুল্লা ইউনিয়নের জাহাঙ্গীর আলম জুয়েল, মারুফ পাটওয়ারী, প্রমুখ নেতৃবৃন্দ।