নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক খাইরুল হাসান আর নেই

প্রকাশিত:১৫:৫৬, ৭ জুলাই ২০২১

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক খাইরুল হাসান আর নেই

দৈনিক স্বদেশ প্রতিদিন ও  দৈনিক সকাল প্রতিদিন.কম এর  সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ খায়রুল হাসান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার  (৭ জুলাই) ভোররাত ৪ টার দিকে সে মারা যায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন।

সে আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিল। মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড পাইনাদী নুতন মহল্লা সুলতানা কামাল মোড় এলাকায় ভাড়ায় বসবাস করতো।

মরহুমের নামাজে জানাজা বাদ জোহর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হবে। 

এদিকে সাংবাদিক খাইরুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ টাইমস পরিবার। এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ যেন তার পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন। আমিন