নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন, কে কত ভোট পেলেন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:৩৬, ১৭ আগস্ট ২০২৫

নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন, কে কত ভোট পেলেন

উৎসবমুখোর পরিবেশে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালনা পর্ষদের  (২০২৫-২০২৭) নির্বাচন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ফতুল্লার পঞ্চবটী বিসিকে এসোসিয়েশনের অফিসে ভোট গ্রহণ চলে।

২১টি পদের বিপরীতে ‍দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ৪৮৩ জন ভোটারের মধ্যে ৪৩১জন ভোট প্রয়োগ করেন। পরে শুরু হয় ভোট গননা।

গননায় ১৫টি ভোট বাতিল হয়। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো: স্বপন চৌধুরী।

এসময় নির্বাচন বোর্ডের দুই সদস্য হলেন মো: সোহেল আক্তার সোহান ও মো: আবু বকর সিদ্দিক (সাজু) উপস্থিত ছিলেন।

নির্বাচনে সেলিম সারোয়ার প্যানেল ২১টি ডিরেক্টর পদের মধ্যে ২০টি পদে জয়ী হয়েছেন। অপরদিকে আবু তাহের শামীম প্যানেল থেকে দল নেতা আবু তাহের শামীম বিজয়ী হয়েছেন।

নির্বাচনে কে কত ভোট পেলেন, তাহলো, মো: সেলিম সারোয়ার (২৭৫ ভোট), মো: রায়হান আলী (২৬৯ ভোট), মো: জাকির হোসেন (২৬৩ ভোট), মো: সিরাজুল ইসলাম চৌধুরী (২৫৮ ভোট), মো: দেলোয়ার হোসেন (২৫৫ ভোট), মো: ইদ্রিস মিয়া (২৪৪ ভোট), মো: মোজাহার আলী (২৪৩ ভোট), মো: শফিকুর রহমান (২৪১ ভোট), শ্যামল দেবনাথ (২৩৯ ভোট), বশির আহমেদ (২৩৭ ভোট), আবু বকর সিদ্দিক আবুল (২২৯ ভোট), মো: জাকির হোসেন (২২৯ ভোট), আবু সাইদ (২২৮ ভোট), মো: আরিফুল ইসলাম (২২২ ভোট), মো: বাহাউদ্দিন আহমেদ (২২২ ভোট), মো: এনামুল হাফিজ (কাজল) (২২০ ভোট), মো: বুলবুল আহমেদ (২২০ ভোট), মো: আব্দুল হাকিম (২১৭ ভোট), মো: শামীম হোসেন সরকার (২১২ ভোট), মো: মিশেল শেখ (২১১ ভোট), মো: আবু তাহের শামীম (২১০ ভোট), মো: সাইদুর রহমান (২০৮ ভোট), শাহরিয়া জুয়েল (২০৬ ভোট), সৈকত হাসান (২০৪ ভোট), মো: মহসিন মৃধা (১৯৭ ভোট), মো: জাহিদুল আলম (১৯৭ ভোট), মো: নাছির (১৯৫ ভোট), মো: কামাল হোসেন (১৮৯ ভোট), মো: শহিদুল ইসলাম (১৮৮ ভোট), মো: মনিরুল ইসলাম (১৮৬ ভোট), মো: সিদ্দিকর রহমান (১৮৫ ভোট), মো: কবির হোসাইন ভুইয়া (১৮৩ ভোট), মো: মানিক মিয়া (১৮১ ভোট), মো: ফারুক আহমেদ (১৮০ ভোট), মো: আনোয়ার হোসেন (১৭৯ ভোট), মো: আয়েজ উদ্দিন মোল্লাহ (১৭৫ ভোট), মো: আব্দুল আউয়াল টুটুল (১৬৮ ভোট), মো: মাসুম (১৬৪ ভোট), মো: আরিফু হোসেন (১৬৩ ভোট), মো: শহিদুল ইসলাম সুমন (১৫৬ ভোট), সজল দাস (১৫০ ভোট), মো: কামাল উদ্দিন আহমেদ (১৩৮ ভোট)।

সম্পর্কিত বিষয়: