নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫

মইনীয়া যুব ফোরামের না:গঞ্জ জেলার আংশিক কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৪, ১০ নভেম্বর ২০২৫

মইনীয়া যুব ফোরামের না:গঞ্জ জেলার আংশিক কমিটি গঠন

মইনীয়া যুব ফোরামের  নারায়ণগঞ্জ জেলার মোহাম্মদ সালেক কে সভাপতি ও কাউসার সওদাগর কে সাধারণ সম্পাদক করে জেলার আংশিক কমিটি ঘোষণা।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধনকৃত মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দের সম্মতিক্রমে সোমবার (১০ নভেম্বর) বন্দরে নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক ঘোষণা ও মহানগর আহ্বায়ক কমিটি সম্পন্ন হয়েছে।

সকলের বিচার-বিশ্লেষণে মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ - সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালেক কে  সভাপতি নির্বাচিত করে কাউসার সওদাগর কে সাধারণ সম্পাদক করে এবং মোঃ মামুন কে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটির আংশিক ঘোষণা হয়।

আগামী ডিসেম্বর মাসে সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ নারায়ণগঞ্জ জেলা কমিটির ঘোষণা করা হবে।  পাশাপাশি মো: নাজমুল কে আহ্বায়ক ও পিয়ার আলী কে সদস্য সচিব করে মহানগর আহ্বায়ক কমিটি করা হয়।

খলিফা শাহ মাসুম গাজী মাইজভান্ডারী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক খলিফা শাহ মো: আসলাম হোসাইন, বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা খলিফা আবুল কাসেম মাইজভান্ডারী, অনলাইনে যুক্ত ছিলেন মোহাম্মদ সোহেল মিয়া,  আরো উপস্থিত ছিলেন, মইনীয়া যুব ফোরাম মুন্সিগঞ্জ সভাপতি মো: আল আমিন, সদর উপজেলা সভাপতি সালেহ আহমেদ, মুক্তার হোসেন, আল আমিন, নাছির উদ্দীন, ইলিয়াস প্রদান, নুর আলম প্রধান, হযরত আলী, সায়ান আহমেদ, সনিয়া আক্তার প্রমুখ। 

আংশিক ঘোষণা শেষ নব নির্বাচিত দায়িত্ব প্রাপ্তরা সকলের কাছে দোয়া চান, এবং আগামী ডিসেম্বরের শুরুতে সম্মেলনের সিদ্ধান্ত নেন, প্রিয় নবী (সাঃ) এর প্রতি দুরুদ, সালাতুস সালাম ও মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সম্পর্কিত বিষয়: