নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:০৬, ১২ অক্টোবর ২০২২

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

বন্দরে  নিজ বাসার পানির পাম্প চালাতে গিয়ে আনাস (২২) নামে এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

 

সোমবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্র আনাস উল্লেখিত এলাকার হাজী ইসমাইল মিয়ার ছেলে। 


জানাগেছে, সোনাকান্দা এনায়েতনগর এলাকার কলেজ ছাত্র আনাস সোমবার বিকেলে তাদের নিজবাড়িতে পানির পাম্প চালাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হয়।

 

পরে বাড়ি লোকজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।  


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যুবরণের বিষয়টি থানা পুলিশকে অবগত না করে স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন সম্পন্ন করে নিহতের স্বজনরা।