নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৪, ৭ মার্চ ২০২৩

সিদ্ধিরগঞ্জে কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে একটি পোষাক কারখানার লে অফ প্রত্যাহার করে ওই কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জ পুল এস এম টাওয়াররের সামনে মুনলাক্স এ্যাপারেলস লিঃ নামে পোষাক কারখানার শ্রমিকরা এ মানববন্ধন করে।


এ সময় শ্রমিকরা বলেন, শ্রমিকদের সাথে কোনোপ্রকার আলোচনা না করেই লে-অফ দেন কারখানা মালিক মহিউদ্দিন। যেটা বেআইনি লে-অফ এটি তাঁরা মানবে না। এর আগেও গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত একধাপে এবং পরবর্তীতে ৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের বন্ধ ঘোষণা করা হয়। পরপর টানা দুবার লে-অফ দেওয়ার কারণে আজ আন্দোলনে নামেছে শ্রমিকরা। 


গতমাসের বেতন না পরিশোধ করেই এমন ঘোষণা দিলে কিভাবে সংসার চালাবে তাঁরা? ঘোষণা দিয়ে তাদের মালিক মহিউদ্দিন রাতের আঁধারে পালিয়ে যায় বলে বলেন শ্রমিকরা। তাদের ন্যায্য পাওনা তাদের ফিরিয়ে না দিলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।