
বন্দর ছিনতাইকারীদের হামলায় খোরশেদ (২৮) নামে এক সিএনজি চালক মারাত্মক ভাবে জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা আহতের কাছ থেকে নগদ টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানিয়েছে আহত চালক খোরশেদ বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার বাসিন্দা।
বর্তমানে সে সৈয়দপুরস্থ তার শ্বশুড় বাড়িতে বসবাস করে আসছিল। পথচারিরা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খানপুর হাসপাতালে প্রেরণ করে।
গত বুধবার (৭ মে) রাত ১১টায় বন্দর উপজেলার ৩য় শীতলক্ষ্যা ব্রীজের উপরে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে , খোরশেদ পেশায় একজন সিএনজি চালক। সে দীর্ঘ দিন ধরে বন্দর ১নং খেয়াঘাটে সিএনজি চালিয়ে জীবন যাপন করে আসছে।
প্রতিদিনের ন্যায় গত বুধবার রাত ১১টায় সিএনজি চালক খোরশেদ তার ব্যবহৃত সিএনজি বন্ধ করে বাড়িতে ফেরার জন্য ৩য় শীতলক্ষ্যা সেতুর উপরে গাড়ি জন্য অপেক্ষা করছিল। ওই সময় মুহুর্তের মধ্যে অজ্ঞাত নামা ছিনতাইকারীরা হত্যার উদ্দেশ্য ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানিয়েছে, বন্দর উপজেলার ৩য় শীতলক্ষ্যা সেতুটি একটি ক্রাইম জোন স্পট হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। পুলিশি নজরধারী না থাকার কারনে প্রতিনিয়ত উল্লেখিত ব্রীজের উপরে এবং নিচে চলছে প্রকাশ্যে ছিনতাইয়ের মত ঘটনা। এতে করে জানমালসহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিভিন্ন পেশার সাধারণ জনগন।
ছিনতাইকারিদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে বন্দরে সচেতন মহল।