নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

বন্দরে মধ্যবয়সী নারী সালমা নিখোঁজ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৬, ৯ মে ২০২৫

বন্দরে মধ্যবয়সী নারী সালমা নিখোঁজ 

বন্দরে বাসা থেকে বের হয়ে সালমা বেগম (৪৮) নামে এক মধ্যবয়সী নারী নিখোঁজ হয়েছে। নিখোঁজ সালমা বেগম বন্দর উপজেলার তিনগাও এলাকার ওসমান হাজী মেয়ে।

এ ব্যাপারে নিখোঁজ নারী জামাতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে শুক্রবার (৯ মে) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। 

যার জিডি নং-  ৪৮৫ তাং- ৯-৫-২০২৫ইং। এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টায় বন্দর উপজেলার তিনগাওস্থ তার নিজ বাসা থেকে বের হয়ে ওই নারী নিখোঁজ হয়।

জানা গেছে, নিখোঁজ মধ্য বয়সী নারী সালমা বেগম একজন শ্রবন প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার বেলা ১১টার সময় তার নিজ বাসা থেকে বের হয়ে অদ্যবধী পর্যন্ত আর বাসায় ফিরে আসেনি।

অনেক স্থানে খোঁজাখুঁজি করে তার কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।

পুলিশ জিডি পেয়ে নিখোঁজ  নারীকে সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন স্থানে  উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।