আড়াইহাজারে ককটেল পেট্রোল ও বিষ্ফোরকদ্রব্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোর রাত সোয়া ৪ টায় আড়াইহাজার পৌরসভার বড় দিঘীরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
<ঢ়>গ্রেফতারকৃতরা হলো, মোসা: বীনা আক্তার (৫৬), আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান (১৯)।
আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, বুধবার ভোর রাত সোয়া ৪ টায় আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরাগামী বড় দিঘীরপাড় বিশ্বনবী একাডেমী কেজি স্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৮ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।
তারা সকলে একত্রিত হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ঝটিকা মিছিল ও গাড়িতে অগ্নিসংযোগ করার জন্য হাতে বোতল ভর্তি পেট্রোল নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


































