নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে নির্বাচনী আচরণবিধি কার্যকরে তৎপরতা, ব্যানার-ফেস্টুন অপসারণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৭, ২০ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে নির্বাচনী আচরণবিধি কার্যকরে তৎপরতা, ব্যানার-ফেস্টুন অপসারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আড়াইহাজার উপজেলায়  নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে তৎপর হয়েছে প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার দুপ্তারা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও আশপাশের এলাকায় অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৯৮ নম্বর দড়ি সত্যভাণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৫ নম্বর পাঁচগাঁও মানেহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ইউনিয়নের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়। এ ছাড়া ঝুলে থাকা ও সাঁটানো বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে ফেলা হয়।

প্রশাসন সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আড়াইহাজার উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১৮টি। নির্বাচনের আগে প্রতিটি কেন্দ্রকে আচরণবিধির আওতায় রাখতে ধারাবাহিকভাবে নজরদারি চালানো হচ্ছে।

এর আগেও একই নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিকবার ব্যানার–ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।